ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের সম্মেলনে ছাত্রদলকে আমন্ত্রণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
ছাত্রলীগের সম্মেলনে ছাত্রদলকে আমন্ত্রণ

ঢাকা: ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সহ-সভাপতি এবং সম্মেলন প্রস্তুতির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক রেজাউল হাফিজ রেশিমের নেতৃত্বে এ আমন্ত্রণ জানানো হয়।



এসময় ছাত্রদলের পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন সংগঠনের দপ্তর সম্পাদক আব্দুর সাত্তার পাটোয়ারী ও সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল।

ছাত্রলীগের পক্ষে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি জয়দেব নন্দী, জিসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক আশিকুল ইসলাম,পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, সমাজ সেবা বিষয়ক সম্পাদক কাজী এনায়েত ও সাহিত্য সম্পাদক সাফায়েত উল্লাহ।

এ ব্যাপারে রেজাউল হাফিজ রেশিম বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের ২৮তম সম্মেলনে ছাত্রদলকে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে দপ্তর সম্পাদক আমন্ত্রপত্র গ্রহণ করা হয়েছে। সম্মেলনে তাদের উপস্থিতি আমাদের কাম্য।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
আইএএ/এএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।