ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বান্দরবান আ.লীগের সাধারণ সম্পাদক বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
বান্দরবান আ.লীগের সাধারণ সম্পাদক বহিষ্কার

বান্দরবান: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. মজিবর রহমানকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।



এরআগে সন্ধ্যায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লার সভাপতিত্বে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সর্ব সম্মতিক্রমে জেলা আওয়ামী লীগের পদ থেকে মজিবর রহমানকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়। এছাড়া এটা চূড়ান্ত অনুমোদনের জন্য তদন্ত প্রতিবেদনসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে পাঠানোর প্রেরণের সিদ্ধান্ত হয়।

জানতে চাইলে বান্দরবান জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম জাহাঙ্গীর জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাধারণ সম্পাদকের পদ থেকে মজিবর রহমানকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে।

গত ৬ জুন স্থানীয় রাজারমাঠে জেলা ছাত্রলীগের সম্মেলনে ছাত্রলীগের একাংশ হামলা চালালে সম্মেলন পণ্ড হয়ে যায়। অভিযোগ রয়েছে ওই হামলা মজিবর রহমানের নির্দেশে হয়।

পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগসহ উপস্থিত কেন্দ্রীয় নেতারা পুলিশি পাহারায় কমিটি ঘোষণা না করেই বান্দরবান ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।