ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদাকে হাছান মাহমুদ

জাতীয় শোক দিবসে জন্ম দিনের কেক কাটা বন্ধ করুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
জাতীয় শোক দিবসে জন্ম দিনের কেক কাটা বন্ধ করুন ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভুয়া জন্ম দিনের কেক না কাটার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৪ জুলাই) সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।



বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ‘মধ্যম আয়ের দেশ বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষ এ আলোচনা সভার আয়োজন করে।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ আরও বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আপনার জন্মদিন না হওয়া সত্বেও ভুয়া জন্মদিনের কেক কেটেছেন। আমরা আশা করি, এ বছর এই গর্হিত কাজ থেকে আপনি বিরত থাকবেন। এতো দিন যা করেছেন, তার জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন।

তিনি বলেন, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এটা শেখ হাসিনার অর্জন। আমরা আশা করেছিলাম, এই অর্জনের জন্য বিএনপি জাতিকে অভিনন্দন জানানোর পাশাপাশি সরকারকেও অভিনন্দন জানাবে। কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতায় পরাজিত হওয়ায় হীনমন্যতার জায়গা থেকে সরকারকে তারা অভিনন্দন জানায়নি। তবে জাতিকে অভিনন্দন জানাতে পারতো।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেএমআর মনজু। এছাড়াও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময় ১৪১২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
এসকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।