ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

বগুড়া: মামলার এজাহারভুক্ত আসামি শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. হারুন অর রশিদকে (৩২) গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

শুক্রবার (২৪জুলাই) ভোর রাতে শেরপুর পৌরশহরের কোর্টপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।



পরে বেলা ৩টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শেরপুর থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বাংলানিউজকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

হারুন অর রশিদ পৌরশহরের কোর্টপাড়া এলাকায় আব্দুল সালামের ছেলে।

২০০৮ সালের ৫ ডিসেম্বর শেরপুর বাসস্ট্যান্ডে জমি দখলের অভিযোগে হারুন অর রশিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন জমির মালিক এহসানুল কবির বাবু।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৪ ২০১৫
এমবিএইচ/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।