ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে নাশকতায় যুবদল-ছাত্রদল কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
ময়মনসিংহে নাশকতায় যুবদল-ছাত্রদল কর্মী আটক প্রতীকী

ময়মনসিংহ: শহরের কাঁচিঝুলি এলাকায় চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপের পাঁচ মাস পর যুবদল কর্মী রাহাদ চৌধুরী (২৮) ও ছাত্রদল কর্মী তৌফিকুল ইসলাম সোহাগকে (২৫) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে রাহাদকে ঢাকার মিরপুর থেকে ও সোহাগকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় শ্বশুর বাড়ি থেকে আটক করা হয়।

পরে এদিন দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধের ঘটনায় গ্রেফতার হওয়া আলী ও সাগর ১৬৪ ধারার জবানবন্দিতে এ ঘটনার সঙ্গে জড়িত রাহাদ ও সোহাগের নাম উল্লেখ করেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।