ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

সড়ক দুর্ঘটনায় জামায়াতের উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
সড়ক দুর্ঘটনায় জামায়াতের উদ্বেগ

ঢাকা: ঈদ মৌসুমে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ উদ্বেগ প্রকাশ করেন।



এতে বলা হয়, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য বর্তমান সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। অথচ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিদিনই মিডিয়ার সামনে যাত্রীদের নিরাপত্তার কথা বলছেন।

সড়ক দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে বলেও অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর মার্কা পুরনো গাড়িগুলো অনভিজ্ঞ ও শিক্ষানবিশ চালকদের হাতে দেওয়ায় দুর্ঘটনা বাড়ছে। অথচ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ড্রাইভারদের পক্ষে সাফাই গেয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতে দেশবাসী হতবাক হয়েছে।

ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্সবিহীন পুরনো যানবাহন চলাচল বন্ধ, অনভিজ্ঞ গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলতে বাধ্য করা এবং প্রতিটি সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ‍জুলাই ২৪, ২০১৫
এলকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।