ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জ ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
মানিকগঞ্জ ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাদেকুল ইসলাম সোহা ও সাধারণ সম্পাদক এনামুল হক রুবেলের  বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শনিবার (২৫ জুলাই) দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক আবদুস সালাম ও মানিকগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন সাক্ষরিত একটি অভিযোগপত্রে এর সত্যতা পাওয়া যায়।



গত ২৩ জুলাই ওই দুই নেতাকে বহিষ্কারের দাবি জানিয়ে ওই অভিযোগপত্রটি তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মানিকগঞ্জের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের কাছে লিখিত আকারে পাঠিয়েছেন।

শনিবার দুপুরে অভিযোগপত্রের কপিসহ অন্যান্য প্রমাণাদি সাংবাদিকদের কাছে দেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক সুলতানুল আজম আপেল।

অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, ঈদুল ফিতরের আগের দিন রাতে মানিকগঞ্জ শহীদ রফিক সড়কের অন্তত ৪০টি দোকান থেকে সভাপতি সোহা ও সাধারণ সম্পাক রুবেল জোর করে কয়েক লাখ টাকার পাঞ্জাবি, প্যান্ট, শার্ট ও গেঞ্জি নিয়ে যায়।

পরে দোকান মালিকরা প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের কাছে অভিযোগ করেন। প্রধানমন্ত্রী বরাবর পাঠানো অভিযোগপত্রের সঙ্গে দোকান মালিকদের ওই অভিযোগপত্রটিও সংযুক্ত করা হয়েছে।

এছাড়াও জেলার বিভিন্ন হোটেল, ক্লিনিক, ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা চাঁদা আদায়ের অভিযোগের কথাও উল্লেখসহ শিক্ষককে প্রহার, সঙ্গীত অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর, মেলায় অশ্লীল নৃত্যের আয়োজনসহ নানা অভিযোগ করা হয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাদেকুল ইসলাম সোহা এবং সাধারণ সম্পাদক এনামুল হক রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে ‍তারা বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ দেওয়ার বিষয়টি অবগত নয়। তারা দুজনেই সব অভিযোগ অস্বীকার করে একে ষড়যন্ত্র বলে দাবি করেন।

প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম বাংলানিউজকে বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার পরই আমরা ওই পদক্ষেপ নিয়েছি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।