ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

‘দেশ চরম অনিশ্চয়তার মধ্যে ঘুরপাক খাচ্ছে’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
‘দেশ চরম অনিশ্চয়তার মধ্যে ঘুরপাক খাচ্ছে’ কাজী জাফর আহমদ / ফাইল ফটো

ঢাকা: বর্তমানে দেশ চরম অনিশ্চয়তার মধ্যে ঘুরপাক খাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান (একাংশ) ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ।

শনিবার (২৫ জুলাই) বিকেলে জাতীয় পার্টির গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


 
বিকেলে চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী সচিব কামরুজ্জামান রনি সাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কাজী জাফর বলেন, অনির্বাচিত সরকার ক্ষমতায় টিকে থাকতে জনগণের চাওয়া পাওয়াকে আমলে না নিয়ে আমলাতন্ত্রকে খুশি রাখতে ব্যধ্য রয়েছে। পুলিশ প্রশাসনের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হতে গিয়ে দেশটাকেই পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ প্রায় সবধরনের অপরাধেই এখন আইন-শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা উঠে আসছে।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম খাত ব্যাংক ও বীমা যেন দুর্নীতির স্বর্গরাজ্য। দেশের সর্বত্র ব্যাপক অনিয়ম আর দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বহাল রাখায় দুর্নীতির ভয়াবহ কবল থেকে বেরিয়ে আসতে পারছে না বাংলাদেশ।

কাজী জাফর বলেন, অভিযুক্ত, অযোগ্য, শপথ ভঙ্গকারী, দুর্নীতিবাজ মন্ত্রীদের বহাল রেখে মন্ত্রী পরিষদে নতুন সদস্য সম্পৃক্ত করে গুণগত কোনো পরিবর্তন আসবে না। দেশবাসী মনে করে অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকায় দুর্নীতি মাথা চাড়া দিয়ে উঠছে। যুক্তরাজ্য সরকারের প্রতিবেদনে স্পষ্ট ভাবে উঠে এসেছে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার বড় বাধা দুর্নীতি। ক্ষমতার দম্ভে বেপরোয়া হয়ে উঠেছে সরকারি দল ও তার অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।   গত বৃহস্পতিবার মাগুরায় ছাত্রলীগের দুই গ্রুপের গোলাগুলিতে অন্ত:সত্বা গুলিবিদ্ধ মা ও নবজাতকের অবস্থা আশঙ্কাজনক। এহেন পরিস্থিতি অবসানের লক্ষে সর্বজন গ্রহণযোগ্য নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।

সভায় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমীন, অ্যাডভোকেট হোসনে আরা আহসান, অ্যাডভোকেট মুহম্মদ শফিউদ্দিন ভূঁইয়া, মো. সেলিম মাস্টার, ভাইস চেয়ারম্যন সরদার আবু বকর, মো. নওশের আলী, ড. মো. নুরুল আজহার (শামীম), মো. শরিফ মিয়া, যুগ্ম-মহাসচিব এ এস এম শামীম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. ইকবাল, মো. মহসিন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।