ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

গোয়ালন্দে ছাত্রলীগ নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
গোয়ালন্দে ছাত্রলীগ নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: জেলার গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সহ সভাপতি ও রাজেন্দ্র বিশ^বিদ্যালয় কলেজের ছাত্র জাহাঙ্গীর হোসেন হত্যাকারীদের বিচার দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ উপজেলাবাসী ও ছাত্রলীগের ব্যানারে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের  গোয়ালন্দের জামতলা বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।



মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধরা মহাসড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গোয়ালন্দ উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবু রব্বানী, নিহত জহাঙ্গীরের বাবা ইসমাইল মোল্লা, মা আনোয়ারা বেগম, বড় ভাই শহিদুল হক মোল্লা, মেঝো ভাই মো. রশিদ মোল্লা, রাশেদ মোল্লা, বোন শিল্পী খাতুন,  গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর জামতলা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আবুল হোসেন দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনিছুর রহমান মোল্লা, উপজেলা ছাত্রলীগ নেতা লিয়াকত হুসাইন, পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম, গোয়ালন্দ কামরুন্নাহার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান শিমুল, দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও তুহিন দেওয়ান প্রমুখ।

বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা না হলে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বারখ্যাত দৌলতদিয়া-খুলনা মহাসড়ক বন্ধ ও ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।

গত ১৩ জুলাই রাতে গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ সড়কে দুর্বৃত্তরা জাহাঙ্গীর হোসেনকে এলোপাতারি কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৪২০  ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।