ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) মেয়র অধ্যাপক এম এ মান্নান ও কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজীব আহসানের নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুর মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে জেলা শহরের রাজবাড়ি রোডে এ কর্মসূচি পালিত হয়।



রাজবাড়ি রোডের কেবি মার্কেট এলাকা থেকে গাজীপুর মহানগর ছাত্রদলের নেতা মাহমুদ হাসান রাজুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রেলক্রসিং হয়ে শিববাড়ি গিয়ে শেষ হয়।

পরে সেখানে কাজী আজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাহমুদ হাসান রাজুর সভাপতিত্বে এক সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ছাত্রনেতা হাবিবুর রহমান রিপন, রোহানুজ্জামান শুক্কুর, জাফর ইকবাল সরকার জনি, সাইফুল ইসলাম শামীম, রানা নাসির শিবলী, ফুয়াদ হাসান, জাকারিয়া হামিদ জুম্মান, আবু ইউসুফ, মো. হাসান, মাসুদ রানা, মামুন শেখ, মো. নজরুল, মো. আলামিন প্রমুখ।

বক্তারা গাসিক মেয়র অধ্যাপক এম এ মান্নান ও কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজীব আহসানসহ অন্য কারাবন্দি নেতাদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুলাই ২৬,২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।