ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের আমন্ত্রণ, ছাত্রদলের প্রত্যাখ্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
ছাত্রলীগের আমন্ত্রণ, ছাত্রদলের প্রত্যাখ্যান

ঢাকা: রাজধানীর ইনিস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে (আইইবি)উৎসবমুখর পরিবেশে চলছে ছাত্রলীগের ২৮তম জাতীয় কাউন্সিল। ছাত্রলীগের কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেয়নি জাতীয়তাবাদী ছাত্রদল।



রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ছাত্রলীগের নতুন নেতা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় আইইবিতে।

এর আগে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের ১১০টি ইউনিটের মধ্যে দেশের ১০১টা ইউনিট এবং বিদেশে ৯টি ইউনিটের ভোটাররা তাদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতা নির্বাচন করছেন। প্রতিটি ইউনিটে কাউন্সিলর ২৫জন।
 
ছাত্রলীগের আমন্ত্রণ প্রত্যাখ্যান করার পক্ষে নানা যুক্তি তুলে ধরেন ছাত্রদল নেতারা। ছাত্রদল সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া বাংলানিউজকে বলেন, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় বসে  রাষ্ট্র পরিচালনা করছে আওয়ামী লীগ। তাদের ছাত্র সংগঠন কতটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিল করবে তা প্রশ্নবিদ্ধ?
 
তিনি বলেন,ছাত্রলীগ যদি সহনশীল আচরণ দেখাতো তাহলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতো। আর আমরাও কাউন্সিলে অংশ নেয়ার বিষয়ে চিন্তা  করতাম।   

সংগঠনটির আরেক সহ-সভাপতি নাজমুল হাসান বলেন, ছাত্রদলের  সভাপতি রাজিব আহসানসহ হাজার হাজার নেতাকর্মী কারাগারে রয়েছেন। এরকম পরিস্থিতিতে ছাত্রলীগের কাউন্সিলে অংশ নেয়াটা শোভনীয় হবে না।
    
এদিকে ছাত্রলীগের কাউন্সিলে অংশ না নিলেও রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে ছাত্রলীগের নানা অপকর্মের কথা তুলে ধরেন ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদর্শ, মূল্যবোধ বিসর্জন দিয়ে বিশ্বজিৎদের মতো তরুণরা খুন হচ্ছে মুজিববাদী ছাত্রলীগ ক্যাডারদের হাতে। ঢাকার মিরপুর বাংলা কলেজের ছাত্রী ফাতেমাতুজ্জ জোহরা বৃষ্টি হত্যাকারী অনিকদের বসানো হচ্ছে নেতৃত্বে।  

এর আগে অবশ্য ছাত্রলীগের কাউন্সিল প্রসঙ্গে বিএনপির মুখপাত্রের দায়িত্ব থাকা দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, মিথ্যা মামলায় আটক ছাত্রদল সভাপতি রাজিব আহসানসহ সংগঠনটির নেতাকর্মীদেরকে মুক্তি দিলে ছাত্রলীগের কাউন্সিলে অংশ নেবে ছাত্রদল।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুলাই ২৬,২০১৫
এফবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।