ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বিদেশে উন্নত চিকিৎসার জন্য তরিকুলের জামিন দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
বিদেশে উন্নত চিকিৎসার জন্য তরিকুলের জামিন দাবি লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান / ফাইল ফটো

ঢাকা: বিএনপি নেতা তরিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য জামিনে বিদেশে যেতে দেওয়ার দাবি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বারডেম হাসপাতালে তরিকুল ইসলামকে দেখতে এসে সরকারের উদ্দেশ্যে তিনি এ দাবি জানান।



মাহবুবুর আরও রহমান বলেন, তরিকুল কিডনি, হৃদরোগ ও ডায়াবেটিস ছাড়াও নানা রোগে ভুগছেন। তাকে জামিনে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবি জানাচ্ছি।

বিএনপি’র এই দুঃসময়ে তরিকুলের মতো একজন নেতার প্রয়োজন রয়েছে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে বিএনপি সরে এসেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, সকল দল অংশ নিতে পারে এমন একটি সরকারের অধীনে নির্বাচন চায় বিএনপি।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এফবি/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।