ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

পিরোজপুরে বিএনপি-ছাত্রদলের ৮ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
পিরোজপুরে বিএনপি-ছাত্রদলের ৮ নেতাকর্মী গ্রেফতার ছবি: প্রতীকী

পিরোজপুর: পিরোজপুরে বিভিন্ন মামলার আসামি বিএনপি, যুবদল ও ছাত্রদলের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত থেকে রোববার (২৬ জুলাই) বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতার হওয়া নেতাকর্মীরা হলেন- পিরোজপুর পৌর বিএনপির নেতা আব্দুস সাত্তার, জেলা ছাত্রদলের সদস্য আলী আহম্মেদ, লিমন, পিরোজপুর সদর উপজেলা যুবদলের সদস্য ফিরোজুল ইসলাম, বিএনপি কর্মী আলামিন, জিয়ানগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খান নাসির উদ্দিন, ভাণ্ডারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ও মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খান।
 
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ বাংলানিউজকে জানান, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।