ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

টঙ্গিবাড়ীতে বিএনপির শতাধিক নেতাকর্মী আ.লীগে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
টঙ্গিবাড়ীতে বিএনপির শতাধিক নেতাকর্মী আ.লীগে

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় গ্রামের বিএনপি নেতা মিজান খানসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

সোমবার(১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে জেলা আ.লীগের সহসভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনিছুজ্জামান আনিছের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি নেতাকর্মীরা আ.লীগে যোগদান করেন।



এদিকে, টঙ্গিবাড়ীর দিঘিরপাড় বাজারে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।