ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

জাবি ছাত্রদল সভাপতি জামিনে মুক্ত

জাবি করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
জাবি ছাত্রদল সভাপতি জামিনে মুক্ত জাবি ছাত্রদল সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিক তিনি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান বলে জানিয়েছেন ছাত্রদল নেতা মুরাদ হোসেন হীরা।



চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাতে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে ২০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয় বলে দাবি করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের সহকারী কমিশনার ইফতেখারুল আলম।

এর আগে, গত ২৭ জুলাই জাকিরুল ইসলাম জামিনে মুক্ত হলে পুলিশ আবার তাকে জেল গেট থেকে আটক করে।

জাকিরুল ইসলামের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনের সামনে বোমা হামলার মামলাসহ প্রায় ৮টি মামলা রয়েছে। তবে ছাত্রদল নেতাদের দাবি এ সব মামলা কেবলই রাজনৈতিক।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।