ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে রবিন নামে সৈনিকলীগের এক কর্মীর বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

 
 
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  
 
ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া, শামিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
 
আহতদের মধ্যে রহিমা বেগম (৬০), পান্না বেগম (২৮) ও স্বপন মিয়ার (৪৬) নাম জানা গেছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।  
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৫ আগস্ট তুচ্ছ ঘটনা নিয়ে যুবলীগ কর্মী রুবেল সৈনিকলীগ কর্মী রবিনকে মারধর করে। ওই দিন বিকেলে রবিন ও তার লোকজন শহরের মানিকপুরে রুবেলের দোকানঘরে ভাঙচুর চালায়।  
 
এর জের ধরে, রুবেল ও তার লোকজন সোমবার বিকেলে শহরের গণকপাড়ায় রবিনের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এতে বাধা দিতে গিয়ে পাঁচ জন আহত হন।
 
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী বাংলানিউজকে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।