ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

মানববন্ধন করবেন এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
মানববন্ধন করবেন এরশাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করবেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে বলে জাপা জানিয়েছে।



মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এতে ‍লোকসমাগম জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে পল্টন, দৈনিক বাংলা হয়ে মতিঝিল শাপলা চত্বর ছাড়িয়ে যাবে বলে আশা করছে দলটি।

পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে জানান, মানববন্ধনে ১০ হাজারের বেশি লোকসমাগম হবে। যা সফল করার জন্য ইতোপূর্বে একাধিক সভা করা হয়েছে। এতে নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে।

রেজা‌উল ইসলাম ভূঁইয়া আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের কারণে সাধারণ মানুষ আজ উদ্বিগ্ন। রাজন হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধ মানুষকে আতঙ্কিত করে তুলেছে। এ কারণে মানুষ প্রতিবাদ করার জন্য উন্মুখ হয়ে রয়েছে। কিন্তু জাতীয় পার্টি ছাড়া আর কোনো দল এই প্রতিবাদে এগিয়ে আসেনি। বড় দলগুলো বক্তৃতা-বিবৃতি দিয়ে দায় সেরেছে। একটি দল ব্যস্ত ক্ষমতায় থাকার জন্য, আরেকটি দল ব্যস্ত ক্ষমতায় যাওয়া নিয়ে।

‘জাতীয় পার্টিই একমাত্র জনগণের পার্টি, জনগণের কথা বলে। তাই জনগণের পাশে দাঁড়িয়েছে’ বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এসআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।