ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁদপুর বিএনপির আহ্বায়কসহ ৩ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
চাঁদপুর বিএনপির আহ্বায়কসহ ৩ নেতা কারাগারে

চাঁদপুর: নাশকতার মামলায় চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টায় চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুত্তাকিন বিল্লাহ এ আদেশ দেন।



আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চলতি বছরের মার্চ মাসে সদর উপজেলার চান্দ্রা এলাকায় মালবাহী একট ট্রাকে পেট্টোলবোমা নিক্ষেপের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। পরে ওই ঘটনায় পুলিশ জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিককে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৬২ জনের বিরুদ্ধে মামলা করে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।