ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘প্রধানমন্ত্রীর গতির সঙ্গে পারা যায়নি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
‘প্রধানমন্ত্রীর গতির সঙ্গে পারা যায়নি’ ছবি: দেলোয়া হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের উন্নয়নমূলক কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতির সঙ্গে পারা যায়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তার গতির সঙ্গে সঙ্গতি রেখে সবাই কাজ করলে দেশের অগ্রগতি আরও দ্রুত সম্ভব হতো।



মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আলোচন‍া সভার আয়োজন করে বদরুন্নেসা কলেজ ছাত্রলীগ।

ওবায়দুল কাদের কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে উদ্ধৃত করে বলেন, ‘আমি হিমালয় দেখিনি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি। শেখ মুজিব ছিলেন হিমালয়ের মতো বিশাল। ’

বিলবোর্ড লাগানো নেতাদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বর্তমান সময়ের নতুন উপদ্রবের নাম হল বিলবোর্ড। বিলবোর্ডে বঙ্গবন্ধুর কোনো রকম একটা ছবি দিয়ে নিজের ছবি দেয় কয়েকগুণ বড়। এতে তাকে ছোট করা হয়। আর এ বিলবোর্ডের মূল লক্ষ্য হল আত্মপ্রচার। বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে নানা অপকর্ম করার কৌশল। এসব বন্ধ করতে হবে।

ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ার আহ্বান জানিয়ে তিনি বলে, কারও পেছনে ঘুরে রাজনীতি শিখতে হবে না, জাতির জনকের জীবনী পড়লেই তার আদর্শ, সংগ্রাম সম্পর্কে জানা যাবে।

বদরুন্নেসা কলেজ ছাত্রলীগের সভাপতি সাবিনা আক্তার শিউলীর সভাপতিত্বে আলোচনা  সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবা রহমান, উপাধ্যক্ষ এম মাকসুদা আক্তার, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

আলোচনা সভা শেষে মন্ত্রী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এইচআর/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।