ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

মধ্যবর্তী নির্বাচনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
মধ্যবর্তী নির্বাচনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

নীলফামারী: মধ্যবর্তী নির্বাচনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

তিনি বলেন, যারা নির্বাচনের কথা বলছেন, তারা রাজনৈতিক ধুম্রজাল সৃষ্টির পায়তারা করছেন।

মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

কেন মধ্যবর্তী নির্বাচন হবে প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, দেশে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। দেশে কোনো সংকট নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। কোনো দুর্যোগও হয়নি যে সরকারের পরিবর্তন হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন উন্নতির স্বাদ পেয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নীলফামারী সার্কিট হাউজে তৃণমূল পর্যায়ে ফুটবল বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলার বিভিন্ন মাঠে অনুশীলনকারী শতাধিক খেলোয়াড়ের মধ্যে এ ফুটবল বিতরণ করা হয়।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।