ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

আপাদমস্তক বাংলার মেয়ে ছিলেন শুভ্রা মুখার্জি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
আপাদমস্তক বাংলার মেয়ে ছিলেন শুভ্রা মুখার্জি হুসেইন মুহম্মদ এরশাদ ও শুভ্রা মুখার্জি

ঢাকা: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
 
মঙ্গলবার (১৮ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।



শোক বার্তায় এরশাদ বলেন, শুভ্রা মুখার্জি এ পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেও বাংলার সঙ্গে তার আত্মার বন্ধন কখনও ছিন্ন হবে না। ভারতের রাষ্ট্রপতির স্ত্রী হয়েও তিনি আপাদমস্তক এই বাংলার মেয়ে ছিলেন। আমি তার আত্মার শান্তি কামনা করছি।
 
শোক বার্তায় শুভ্রার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এরশাদ।
 
পৃথক বিবৃতিতে শুভ্রা মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী। তারা শুভ্রার পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এসআই/এইচএ/

**  প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রার জীবনাবসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।