ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘সুবিধাভোগীদের কারণে অর্জন নষ্ট হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
‘সুবিধাভোগীদের কারণে অর্জন নষ্ট হচ্ছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আওয়ামী লীগের মধ্যে কিছু সুবিধাভোগী আরজু মিয়াদের কারণে শেখ হাসিনার সব অর্জন নষ্ট হচ্ছে। এই আরজু মিয়াদের কঠোরভাবে দমন করাই আমাদের লক্ষ্য।



মঙ্গলবার (১৮ আগস্ট) মহাখালী স্বাস্থ্য অধিদফতর মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর ৪০তম শাহাদা‍ৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর চিকিৎসায় ডাক্তারদের সফলতার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গুলিবিদ্ধ শিশুকে সুস্থ করে আমার দেশের চিকিৎসকরা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন আমরাও পারি।

চিকিৎসকদের পুরস্কার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার দুঃখ লাগে যখন দেখি, আমার দলের মধ্যে আরজু মিয়াদের মতো কিছু লোক আছে। যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। তাদের কঠোরভাবে দমন করাই আমাদের লক্ষ্য। ’

‘এরা নিজেদের স্বার্থে ক্ষমতাসীন দলকে ব্যবহার করে থাকে। এরা ক্রিমিনাল, এদের বিরুদ্ধে কথা বলতে আমাদের কোনো দ্বিধা, সংকোচ নেই। ’

জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ধিক্কার জানিয়ে আওয়ামী লীগ নেতা নাসিম বলেন, ‘যেদিন মানুষ কাঁদে, শোক পালন করে। সেদিন তিনি (খালেদা) জন্মদিন পালন করেন। এর জবাব জনগণ একদিন অবশ্যই দেবে। ’ 

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান প্রমুখ বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এজেডকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।