ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু হত্যার পুন:তদন্ত চায় বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
বঙ্গবন্ধু হত্যার পুন:তদন্ত চায় বিএনপি ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার পুন:তদন্ত ও বিচার দাবি করেছে বিএনপি।

মঙ্গলবার বিকেলে (১৮ আগস্ট) পল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান খান রিপন এ দাবি জানান।



রিপন বলেন, ১৫ আগস্ট মধ্যরাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্যাহ জড়িয়ে বক্তব্য দেন।

বিএনপির মুখপাত্র বলেন, শফিউল্যাহকে নিয়ে আ.লীগের একজন দায়িত্বশীল নেতা ও বঙ্গবন্ধুর ভাগিনার বক্তব্য সরকারের বিবেচনায় নেওয়া উচিত এবং মুজিব হত্যার পুন:তদন্ত হওয়া উচিত। তাহলে বের হয়ে যাবে সে সময় শফি উল্যাহর ভূমিকার কথা।

আসাদুজ্জামান রিপন বলেন, ঘটনার সঙ্গে রাজনৈতিক কারা জড়িত তাদেরও খুঁজে বের করা দরকার। রাজনৈতিক ইন্ধন ছাড়া পৃথিবীতে এমন হত্যাকাণ্ড ঘটেনি। কেন রক্ষীবাহিনী, আ.লীগ নেতারা সেদিন নিশ্চুপ ছিলেন সে বিষয়েও প্রশ্ন করেন রিপন।

তিনি বলেন, এ খুনের সঙ্গে যারা জড়িত তাদের অনেকে তদন্ত ও বিচারের বাইরে রয়ে গেছে। নতুন করে তথ্য বেরিয়েছে শফি উল্যাহর কথা। শফি উল্যাহ তো এখন আ.লীগের একজন। নিজের ঘর থেকে তদন্ত শুরু হওয়া উচিত।

বিএনপি নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার দাবি করে রিপন বলেন, এমকে আনোয়ারের মতো প্রবীণ একজন রাজনীতিবিদকে কারাগারে পাঠানো হয়েছে। প্রবীণ রাজনীতিবিদ হিসেবে মাননীয় আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন দিলে খুশি হতাম।

এছাড়া শওকত মাহমুদকে গ্রেফতার ও নেতাকর্মীদের গ্রেফতার ও কারাগারে রাখার নিন্দা জানান রিপন।

বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের চরিত্র হননে বিভিন্ন মিডিয়া খবর প্রকাশ করায় ক্ষোভ ও নিন্দা জানান বিএনপির এ মুখপাত্র।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার, বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুর রব জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫/ আপডেট
আরইউ/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।