ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাজবাড়ীর পৌর মেয়রকে দল থেকে বহিষ্কারের সুপারিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
রাজবাড়ীর পৌর মেয়রকে দল থেকে বহিষ্কারের সুপারিশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ী জেলা বিএনপির সহ সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মো. তোফাজ্জেল হোসেন মিয়াকে দল থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।



সভায় চলতি বছরের ১১ এপ্রিল অনুষ্ঠিত পৌর বিএনপির বর্ধিত সভায় সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য পৌর মেয়রকে দল থেকে বহিষ্কারের জন্য জেলা বিএনপির কাছে সুপারিশ পাঠানো হয়।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জেলা বিএনপির সভায় সর্বসম্মতিক্রমে মেয়র তোফাজ্জেল হোসেনকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়।

এদিকে, সভায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন করা হবে বলে জানানো হয়। এরপর পর্যায়ক্রমে উপজেলা ও পৌর ও ইউনিয়ন কাউন্সিল করা হবে বলে জানানো হয়।

সভায় জেলা সম্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. রোকন উদ্দিন চৌধুরীকে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মো. নাসিরুল হক সাবু,  সিনিয়র সহ সভাপতি মো. রোকন উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট এম এ খালেক, অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম দুলাল, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরর্দার, দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।