ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ছাত্রদলের ২ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
সিরাজগঞ্জে ছাত্রদলের ২ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ: নাশকতার মামলায় সিরাজগঞ্জ শহর ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

এরা হলেন-শহরের একডালা মহল্লার মৃত আব্দুর রশিদের ছেলে সজীব (৩০) ও মাছুমপুর মহল্লার আমজাদ হোসেনের ছেলে শাহরিয়ার হোসেন শিবু (২৫)।

এরা দুজনেই সিরাজগঞ্জ শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
 
বুধবার (১৯ আগস্ট) দুপুরে শহরের মাছুমপুর মহল্লা থেকে শাহরিয়ার শিবুকে ও মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে একডালা এলাকা থেকে সজীবকে গ্রেফতার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া তিন/চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা
রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।