ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

আব্দুল আলীর মৃত্যুতে খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
আব্দুল আলীর মৃত্যুতে খালেদার শোক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: সাবেক গুলশান পৌরসভার চেয়ারম্যান, বাড্ডা ৭৪ নম্বর ওয়ার্ডের সাবেককমিশনার ও বাড্ডা থানা বিএনপির প্রধান উপদেষ্টা আবদুল আলী ওরফে আবদুল আলী চেয়ারম্যানের (৮৫) মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (২৬ আগস্ট) এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, মরহুম আবদুল আলী বিএনপির প্রতিষ্ঠানকালীন সময় থেকে দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

দলের প্রতি তার আনুগত্য ছিল প্রশ্নাতীত। তিনি ছিলেন জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমি তার মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবদুল আলী চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।