ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

লন্ডনে চিকিৎসাধীন সিরাজুল আলম খান

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
লন্ডনে চিকিৎসাধীন সিরাজুল আলম খান সিরাজুল আলম খান

ঢাকা: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ‘নিউক্লিয়াস’-এর প্রতিষ্ঠাতা রাষ্ট্র-চিন্তক সিরাজুল আলম খান লন্ডনে চিকিৎসাধীন আছেন।

তার জনসংযোগ কর্মকর্তা শিকদার মো. নিজাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।



সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ‘নিউক্লিয়াস’-এর প্রতিষ্ঠাতা রাষ্ট্র-চিন্তক সিরাজুল আলম খান হৃদরোগ, ফুসফুসে সংক্রামক ও শিরদাঁড়সহ সমস্ত শরীরে ব্যথাজনিত রোগে লন্ডনে চিকিৎসাধীন।

তিনি অনেক দিন ধরেই হৃদরোগ, সিওপিডি আক্রান্ত ফুসফুসে সংক্রামক ও শিরদাঁড়ে ব্যথাজনিত রোগে ভুগছেন।

উল্লেখ্য, সিরাজুল আলম খান উন্নত চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ১ আগস্ট সকাল ১১টায় এমিরেটস এয়ার লাইন্সযোগে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এসইউজে/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।