ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

দলীয় কর্মীরাই বঙ্গবন্ধুর আদর্শ নস্যাৎ করছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
দলীয় কর্মীরাই বঙ্গবন্ধুর আদর্শ নস্যাৎ করছে এড. ইউসুফ হোসেন হুমায়ুন

ঢাকা: দলীয় কর্মীরাই বঙ্গবন্ধুর আদর্শ নস্যাৎ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এড. ইউসুফ হোসেন হুমায়ুন।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের হল রুমে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত শহীদ আব্দুল রব ছেরনিয়াবাতের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।



হুমায়ুন বলেন, টাকা দিয়ে কত কি না করছে অনেকে। আবার অনেকে ধরাও পড়েছে।
তিনি বলেন, পদে পদে ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক হয়ে চলতে হবে।

এ সময় শহীদ আব্দুর রব ছেরনিয়াবাতের কথা স্মরণ করে তিনি বলেন, কৃষিমন্ত্রী হওয়ার পর তিনি যে আইন করে গেছেন তা আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই।

সংগঠনের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদোউস, মুক্তিযোদ্ধা লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন ভুলু, জাসদ নেতা ইউসুফ কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ১৯,২০১৫
এফবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।