ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুকে সার্বজনীন করুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
বঙ্গবন্ধুকে সার্বজনীন করুন ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের না। তিনি জাতির পিতা’, তাকে সার্বজনীন করতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।



জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে সরকার সমর্থক পেশাজীবী সমন্বয় পরিষদের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন আহ্বান জানিয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার (১৯ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি সাবেক বিচারপতি এএফএম মেসবাহউদ্দীন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উদযাপন প্রসঙ্গে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আমরা মেনে নিলাম তার জন্মদিন ১৫ আগস্ট। কিন্তু জাতীয় শোক দিবসের দিন শ্রদ্ধা জানিয়ে তিনি ১৬ তারিখ কেক কাটতে পারতেন। তিনি ১৫ তারিখ কেক কেটে জাতিকে বিভক্ত করেছেন।

সৈয়দ আশরাফ বলেন, তবে এবার তিনি ১৫ তারিখ রাতে কেক কেটেছেন, এটা সাম ইমপ্রুভমেন্ট। আশা করি ভবিষ্যতে তিনি ১৫ তারিখ কেক কাটবেন না।

‘আশা করি ভবিষ্যতে উনি ফুললি কমপ্লায়েন্স হবেন। আগামীতে হয়তো উনি ১৫ তারিখে কেকই কাটবেন না আমি আশা করি’।

সৈয়দ আশরাফ আরও বলেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগের না। তিনি জাতির পিতা। আমরা তাকে নিজ দলের মধ্যে কোটারি করে রেখে অবিচার করছি।

তিনি বলেন, আমি আশা করবো, আগামীতে সার্বজনীনভাবে তার স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করবে মানুষ।

সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচায আ অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক ও পরিষদের মহাসচিব ডা.কামরুল হাসান খান।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫, আপডেট ২১৩৬
ইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।