ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বাউফলে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
বাউফলে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা ছবি: প্রতীকী

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামিম হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে চৌমোহনী বাজার সংলগ্ন ব্রিজের ওপর একদল দুর্বৃত্ত তাকে একা পেয়ে কুপিয়ে জখম করে।



খবর পেয়ে পুলিশ এসে তাকে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামিমকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তসলিম বাংলানিউজকে জানান, শামিম ওই ইউনিয়নের বিএনপি নেতা এবং উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদারের গ্রুপের সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।