ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বুড়িচং-ব্রাক্ষণপাড়ায় হরতালের প্রভাব নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
বুড়িচং-ব্রাক্ষণপাড়ায় হরতালের প্রভাব নেই

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং-ব্রাক্ষণপাড়ায় হরতালের কোনো প্রভাব নেই। সকালে বুড়িচংয়ে বিএনপির কয়েক নেতাকর্মী হরতালের সমর্থনে একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।

এছাড়া কোথাও হরতালের তেমন প্রভাব দেখা যায়নি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদের গ্রেফতারের প্রতিবাদে বুড়িচং-ব্রাক্ষণপাড়া উপজেলা বিএনপি বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে হরতালের সমর্থনে বুড়িচং উত্তর বাজার এলাকা থেকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বের করার চেষ্টা করা হয়। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে নেতাকর্মীরা পালিয়ে যায়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া বাংলানিউজকে জানান, বুড়িচংয়ে সব কিছু স্বাভাবিক রয়েছে। কোথাও হরতালের প্রভাব নেই।

এদিকে হরতাল চলাকালে বুড়িচং-ব্রাক্ষণপাড়া এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার সকালে কুমিল্লা ব্রাক্ষণপাড়া উপজেলার বাসিন্দা সাংবাদিক শওকত মাহমুদকে ঢাকায় গ্রেফতার করে ডিবি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।