ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

গফরগাঁওয়ে ছাত্রলীগ নেতাসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
গফরগাঁওয়ে ছাত্রলীগ নেতাসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানায় অস্ত্র উদ্ধারের পর এক ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাতে পাগলা থানায় বাদী হয়ে এ মামলা দু’টি দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম।



বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান।

তিনি জানান, অস্ত্র আইনে দায়ের করা মামলায় স্থানীয় ছাত্রলীগ নেতা রাসেল ও ইউপি সদস্য আলমকে এবং পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় আওয়ামী লীগ নেতা মনিরসহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করা হয়।

এর আগে, বুধবার সন্ধ্যায় একটি মাদক মামলার আসামি ধরতে গিয়ে স্থানীয় উস্থি ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক রাসেলের দেহ তল্লাশি করে ২ রাউন্ড গুলিসহ একটি আমেরিকান পিস্তল উদ্ধার করে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা স্থানীয় ইউপি সদস্য আলমকেও আটক করা হয়।

পরে পুলিশ পাগলা থানার উদ্দেশ্যে তাদের নিয়ে যাওয়ার সময় স্থানীয় কান্দিপাড়া এলাকায় ছাত্রলীগ ও তাদের সহযোগীরা ছিনিয়ে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।