ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

প্রথম ৬ মাসে রবি’র রাজস্ব বৃদ্ধির হার ৪.৯ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
প্রথম ৬ মাসে রবি’র রাজস্ব বৃদ্ধির হার ৪.৯ শতাংশ ছবি: কাশেম হারুণ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানসম্মত নেটওয়ার্ক ও গ্রাহকবান্ধব সেবার কারণে চলতি বছরের প্রথম ছয় মাসে মোবাইল ফোন অপারেটর রবি’র রাজস্ব ও গ্রাহক দু’টিই বেড়েছে। এই সময়ে রাজস্ব বৃদ্ধির হার ৪ দশমিক ৯ শতাংশ, গ্রাহক বেড়েছে ২১ লাখ।



বৃহস্পতিবার (২০ আগস্ট’২০১৫) গুলশানে রবি কর্পোরেট অফিসে এক সংবাদ সম্মেলনে ২০১৫ সালের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) ব্যবসায়িক ফলাফল তুলে ধরে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে রবি’র চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ, চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ এবং চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) ইয়াপ উই ইপ বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম ছয় মাসে রবি’র গ্রাহক সংখ্যা ২১ লাখ বেড়ে ২ কোটি ৭৪ লাখে পৌঁছেছে, যা দেশের মোট মোবাইল ফোন গ্রাহক সংখ্যার ২১ দশমিক ৬ শতাংশ।

চলতি বছরের প্রথম ছয় মাস শেষে কোম্পানির রাজস্ব গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সর্বোচ্চ মানের ইন্টারনেট সেবা দেওয়ার ফলে ইন্টারনেট থেকে রাজস্ব প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা ১২৮ শতাংশেরও বেশি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

৩.৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে বড় অংকের বিনিয়োগ এবং ৩.৫জি সেবা ব্যবহারে উৎসাহিত করতে গ্রাহকদের জন্যে বিভিন্ন উদ্ভাবনী প্যাকেজ অফারের কারণে ইন্টারনেট থেকে রাজস্ব বৃদ্ধি পেয়েছে।

বিভিন্ন অফারগুলো গ্রাহক গ্রহণ করছে এবং তা থেকে ভাল ফল আসছে বলে জানান রবি’র সিওও মাহতাব উদ্দিন।

তিনি বলেন, ‘বৈশাখী ঝড়’ ক্যাম্পেইনের মাধ্যমে ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্য ছাড়ে রবি গ্রাহকরা জনপ্রিয় ব্র্র্যান্ডের ৩জি সুবিধার স্মার্টফোন ক্রয়ের সুযোগ পেয়েছিল। এছাড়াও ‘৩৯/৭৯ টাকা রিচার্জে সেরা কল রেট’ অফারের মাধ্যমে দেশের সবচেয়ে সাশ্রয়ী কল রেট উপভোগের সুযোগ করে দিয়েছে রবি।

জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হওয়ার পর ক্রিকেটাররা আরও জ্বলে উঠেছে বলে মন্তব্য করেন মাহতাব।

রবির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ বলেন, সিএসআরের অংশ হিসাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবা দেওয়া  হচ্ছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে রাজস্ব বৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় এ বছর একই সময়ে রাজস্ব বৃদ্ধির হার ৪ দশমিক ৯ শতাংশ।

দক্ষ ব্যয় ব্যবস্থাপনার ফলে এই প্রান্তিকে পরিচালন মুনাফা (ইবিআইটিডিএ) বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৩ শতাংশ। গত প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে কর পরবর্তী মুনাফা (পিএটি) ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে উচ্চ অবচয়ের কারণে পূর্ববর্তী বছরের প্রথম ভাগের তুলনায় এই বছরের একই সময়ে পিএটি ১৪ দশমিক ৪ শতাংশ কমেছে।

এ বছরের প্রথম ছয় মাসে নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য রবি মোট বিনিয়োগ করেছে এক হাজার ৩৫০ কোটি টাকা। নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে গত বছরের প্রথম ভাগের তুলনায় তা ৩৬ দশমিক ৪ শতাংশ বেশি।

চলতি বছরের ছয় মাসে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে ৯৪০ কোটি টাকা, যা মোট রাজস্বের ৩৭ দশমিক ৫ শতাংশ।

গ্রাহকবান্ধব বৈচিত্রময় পণ্য ও সেবা প্রদান এবং রাজনৈতিক স্থিতিশীলতার ফলে চলতি বছরের গত প্রান্তিকের তুলনায় এ প্রান্তিকে রাজস্ব বৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার ৩০০ কোটিতে দাঁড়িয়েছে। অন্যদিকে ডাটা ব্যবহারের হার ১৬ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তবে তীব্র প্রতিযোগিতামূলক বাজারের কারণে ডাটা মূল্য দ্রুত হ্রাস পাওয়ায় দ্বিতীয় প্রান্তিকে ইন্টারনেট থেকে অর্জিত রাজস্বের পরিমাণ প্রায় অপরিবর্তিত রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩.৫জি নেটওয়ার্কের বিস্তার এবং ২.৫জি নেটওয়ার্কে ভয়েচ ও ইন্টারনেট সেবা আরও উন্নত করতে বিপুল বিনিয়োগ করে চলেছে রবি। দেশজুড়ে ৮ হাজার ১১৯টি সাইটের মাধ্যমে টেলিযোগাযোগ সেবা দিচ্ছে রবি, যার মধ্যে ৩.৫জি সাইটের সংখ্যা ২ হাজার ৪৫০টি’র বেশি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫/আপডেটেড- ১০৪০ ঘণ্টা
এমআইএইচ/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।