ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নন, তিনি সার্বজনীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
বঙ্গবন্ধু কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নন, তিনি সার্বজনীন ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম বা শ্রেণির নন তিনি সার্বজনীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।   তিনি জানান, নিজেদের স্বার্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোটারিগত রাখতে চাই না।


 
বৃহস্পতিবার  (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী এবার ভিন্ন আমেজে পালন করা হচ্ছে। এ শোক সবার। কোনো নির্দিষ্ট জাতি, শ্রেণির নয়। বঙ্গবন্ধুকে যেন সবাই সমানভাবে সম্মান জানাতে পারেন সে লক্ষ্যেই আমরা বলছি, নিজেদের স্বার্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোটারিগত রাখতে চাই না।
 
তিনি বলেন, বঙ্গবন্ধু তো জাতির পিতা। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আছেন। তাকে কোনো কম্পারটমেন্টে রাখা যাবে না। আমাদের এবারের শোক সভায় মূল স্লোগান ছিল, বঙ্গবন্ধুকে সার্বজনীন করা। সকল শ্রেণির মানুষ বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। এটাই আমাদের মূল লক্ষ্য ছিল।
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদদের উদ্দেশ্যে বলেন, কিংবদন্তি শুধু কৃষকরাই নয়, আপনারাও (কৃষিবিদ) কিংবদন্তি। জমি,  পুকুর, খাল, বিল কমে যাচ্ছে, রেকর্ড পরিমাণ উৎপাদন হচ্ছে। নতুন নতুন কিছু উদ্ভাবন করছেন। সুতরাং কৃষকরা যেমন কিংবদন্তি, আপনারা কৃষিবিদরাও কিংবদন্তি।
 
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তাই তার মরণোত্তর বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। জিয়া বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলেই খুনিদের পুরস্কৃত করেছিলেন। একই সঙ্গে পঁচাত্তরের হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন, তাদের বিচার হয়েছে। যারা বিদেশে পালিয়ে আছেন, তাদেরও ফিরিয়ে এনে এ রায় কার্যকর করার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।  
 
বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সভাপতি ও আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পরিষদের মহাসচিব ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সহ সভাপতি মোবারক আলী সিকদার, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক হামিদুর রহমান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
একে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।