ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় ভাঙচুর

রাজশাহী: রাজশাহী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আঞ্চলিক কার্যালয় ভাঙচুরে করেছে দুর্বত্তরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

এ ব্যাপারে রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছ।

মহানগরীর রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) প্রদ্বিপ কুমার সরকার জানান, ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীর মিলনের নের্তৃত্বে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে একদল দুর্বৃত্ত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আঞ্চলিক কার্যালয়ে হামলা চালায়।

এ সময় কার্যালয়ের ভিতরে থাকা কালার টিভিসহ বিভিন্ন আসবাবপত্র তারা ভাঙচুর করে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মিলন উক্ত এলাকার জমসেদের ছেলে। এ ব্যাপারে ওয়ার্ড স্বেচ্ছসেবক লীগের সভাপতি সিজার থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
এসএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।