ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বাহারের মায়ের মৃত্যুতে বিএনপি নেতাদের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
বাহারের মায়ের মৃত্যুতে বিএনপি নেতাদের শোক ছবি : প্রতীকী

ঢাকা: বিশিষ্ট সমাজসেবক জালাল উদ্দিন (মদিনা) ও যুবদল রাঙ্গুনিয়া উপজেলার আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহারের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি নেতারা।

শুক্রবার (২১ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক জানান তারা।



বিবৃতিতে মরহুমার রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি নেতারা।  

এতে স্বাক্ষর করেন- বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাদ কাদের চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী, সদস্য সচিব ও রাউজান পৌরসভার মেয়র কাজী আব্দুল্লাহ আল হাসান, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক লায়ন মুহাম্মদ শওকত আলী নুর, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মহসিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহাবুব ছাপা, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর হেলাল উদ্দিন শাহ, সাবেক মেয়র নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান কে কে রফিক বিন চৌধুরী, নবাব মিয়া, আজম খান, ইউনুছ তালুকদার, ফজলুল করিম মীনা, নুরুল ইসলাম, আব্বাস উদ্দিন, নাজিম উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম, ইব্রাহিম, জসীম উদ্দিন, পেয়ারু, নাজিম উদ্দিন খোকন, নুরুল আজিম, উত্তর জেলা বিএনপি নেতা মো. আইয়ুব, মুক্তিযোদ্দা কমান্ডার কাজী মুছা, শ্রমিক নেতা আবদুর রাজ্জাক, আবদুস সালাম, অ্যাডভোকেট লিয়াকত আলী নূর, অ্যাডভোকেট এস ইউ এম নুরুল ইসলাম, অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, সিএসকে সিদ্দিকি, উপজেলা বিএনপি নেতা ইউসুফ চৌধুরী, নিজামুল হক চৌধুরী তপন, মোজাফফর আহমদ চৌধুরী নেজাম, গাজী আইয়ুব, নূরুল আজিম, তৌহিদুল আলম টিপু মাস্টার, শওকত আলী তালুকদার, কাউন্সিলর সামাদ, অ্যাডভোকেট কামাল উদ্দিন, খোরশেদ আলম ফারুক্বী, মো. হাছান, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া পরিষদের আহ্বায়ক রোটারিয়ান জসীম উদ্দিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াকিল আহমদ তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াছ সিকদার, যুগ্ম আহ্বায়ক সাবের হোসেন তালুকদার, নেওয়াজ শরীফ, এজলাস উদ্দিন, মো. দিদার, মো. তাহের, রাজ নগর ইউনিয়নের রেজাউল করিম সওদাগর, মুহাম্মদ ইউসুফ মেম্বার প্রমুখ।

সম্প্রতি কুতুব উদ্দিন বাহারের মা ইন্তেকাল করেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
এমএ/পিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।