ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান

রংপুর: রংপুরে তৃণমূল পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে দলকে শক্তিশালী করতে আহ্বান জানিয়েছেন রংপুর জেলা বিএনপি’র নেতারা।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে বদরগজ্ঞ মডেল হাইস্কুল অডিটরিয়ামে বদরগজ্ঞ উপজেলা বিএনপি’র বর্ধিত সভায় তারা এ আহ্বান জানান।



উপজেলা বিএনপি’র সভাপতি পরিতোষ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সভাপতি এমদাদুল হক ভরসা।

বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা জেলা বিএনপির সদস্য সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, বদরগজ্ঞ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক আবুল হোসেন সহ বিএনপি ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ ।

সভায় তৃনমুল পর্যায়ে দলকে শক্তিশালী করতে উপজেলা কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।