ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল নেতাদের গ্রেফতারে নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
ছাত্রদল নেতাদের গ্রেফতারে নিন্দা

ঢাকা: চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদল নেতাদের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান।



নেতারা বলেন, আওয়ামী সরকার তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বিরোধী ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ওপর খড়গহস্তে নির্যাতন চালাচ্ছে। এছাড়া দেশবাসী আজ আওয়ামী সন্ত্রাসীরদের কাছে জিম্মি হয়ে পড়েছে।

তারা বলেন, বৃহস্পতিবার (২০ আগস্ট) চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ মো. ইউনুছসহ ফরিদগঞ্জ উপজেলার ৩৮ বিএনপি কর্মী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেন আদালত। এছাড়া চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল মাওলা কচিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ‘উদ্দেশ্যমূলকভাবে’ হয়রানির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তারা।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।