ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

ঢাকা: ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের আওতায় আন‍ার দাবি জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

আইভি রহমানসহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং হামলাকারী খুনিদের শাস্তির দাবিতে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে চট্টগ্রামের দোস্ত বিল্ডিং চত্বরে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি জানান।



ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িত খুনিদের বিচারের আওতায় আনা না গেলে এদেশ থেকে হত্যা এবং ষড়যন্ত্রের রাজনীতির অবসান হবে না। সেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে হামলাকারী খুনিরা বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিল।

এ সময় তিনি তারেক রহমানসহ ২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র দেবাশীষ পালিতের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন- উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম, ডা. শেখ শফিউল আজম, উত্তর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল কাশেম চিশতি, দফতর সম্পাদক মহিউদ্দিন বাবলু, বন ও পরিবেশ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, উপ-দফতর সম্পাদক আলাউদ্দিন সাবেরী, আনোয়ারুল হক চৌধুরী বাবুল, কার্যকরী সদস্য মো. ইউনুছ, জেলা পিপি আবুল হাসেম, ফোরকান উদ্দিন আহমেদ, জাফর আহম্মদ, শওকত আলম, লেয়াকত চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক সেলিম উদ্দিন, সদস্য নাজিম উদ্দিন তালুকদার, রাশেদ খান মেনন, শেখ ফরিদ চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাঈদ ইরান, সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব প্রমুখ।

সমাবেশ শেষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নুরুল আলম চৌধুরী ও এম এ সালামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দোস্তবিল্ডিং চত্বর থেকে শুরু হয়ে স্টেশন রোড, নিউমার্কেট এলাকা প্রদক্ষিণ করে দোস্তবিল্ডিং চত্বরে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
আইএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।