ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

যুবলীগ নেতা খুন

কালিয়াকৈরে সন্দেহভাজন ২ যুবক ও গাড়ি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
কালিয়াকৈরে সন্দেহভাজন ২  যুবক ও গাড়ি আটক

গাজীপুর: কালিয়াকৈরে ২১ আগস্টের অনুষ্ঠান মঞ্চের কাছে  যুবলীগ নেতা খুন হওয়ার ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুই  যুবককে ও খুনীদের বহনকারী গাড়ি সন্দেহে একটি মাইক্রোবাস আটক করেছে। তবে আটক যুবকদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।



শুক্রবার(২১ আগস্ট) রাত সাড়ে ১০টায় গাজীপুর জেলা পুলিশের মুখপাত্র জেলা বিশেষ শাখার ইন্সপেক্টর আ. মমিন আটকের বিষয়টি বাংলানিউজকে  নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গাড়িটি কালিয়াকৈর থানাধীন বাড়ৈপাড়া এলাকা থেকে আটক হয়। খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই  যুবকের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈরের চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের সামনে ওই খুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২১ আগস্ট উপলক্ষে  কলেজ মাঠে একটি আলোচনা সভা ছিল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১(কালিয়াকৈর) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।

সূত্র মতে, অনুষ্ঠান চলাকালীন মঞ্চের আনুমানিক ২শ’ গজ দূরে একটি চায়ের স্টলে বসে চা পান করছিলেন যুবলীগ নেতা রফিকুল ইসলাম। সন্ধ্যা পৌনে ৬টার দিকে কেউ কিছু বুঝে ওঠার আগেই ৪/৫ জন সন্ত্রাসী রফিকুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রেখে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এ সময়  আর কেউ আহত হয়নি।

পুলিশ জানায়, খুন হওয়ার পর অনুষ্ঠান থেকে মন্ত্রী ও নেতারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। পুলিশ নিহতের মরদেহ নিজেদের দখলে নেয়। পরবর্তী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে জানান, খুনীদের আটক করতে ষাঁড়াশি অভিযান চলছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৬৩৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।