ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিএনপিকে ধ্বংস করা আমাদের উদ্দেশ্য নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
‘বিএনপিকে ধ্বংস করা আমাদের উদ্দেশ্য নয়’ ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপিকে ধ্বংস করা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু যারা অপরাধ করেছেন তাদের স্পেশাল ট্রাইব্যুনালে বিচার করা হবে বলে জানিয়েছেন, নৌ মন্ত্রী শাজাহান খান।



শনিবার (২২ আগস্ট) বেলা ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বিএনপি সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে চায়। মানুষ পুড়িয়ে হত্যা করাটাও কি তাদের গণতান্ত্রিক উপায়?

এ সময় এসব অপরাধের হুকুমদাতা হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ারও বিচার হবে বলে জানান মন্ত্রী।

মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আয়োজক সংগঠনের সহ সভাপতি মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মুন্সী এবাদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এফবি/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।