ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া কোনো ফ্যাক্টর নয়

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
খালেদা জিয়া কোনো ফ্যাক্টর নয় ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোনো ফ্যাক্টর নন, তিনি মিডিয়ার সৃষ্টি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, বিএনপি নেত্রী যা না তাকে মিডিয়াই তেমন সৃষ্টি করেছে।

তার দলও এখন ভঙ্গুর পর্যায়ের।

শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসের’ আলোচনা সভায় এমন মন্তব্য করেন প্রতিমন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ এনে দিয়েছেন। সেই দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা, এই স্বপ্ন আমাদের সবার থাকা উচিত। তা না হলে দেশ এগুবে না বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা একজন মনে-প্রাণে বাঙালি এমন যুক্তি তুলে ধরে এম এ মান্নান আরও বলেন, তিনি দেশি খবার খান, দেশি ফল খান। বাংলা ভাষায় বেশি কথা বলেন। তার স্বপ্ন বাংলাদেশকে সোনার বাংলা করার। এ লক্ষেই তিনি নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন।

এ সময় আরও বক্তব্য রাখেন জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।

আলোচনা সভার আয়োজক বঙ্গবন্ধু পরিষদ জনতা ব্যাংক লিমিটেড। সভাপতিত্ব করেন পরিষদ সংগঠনের সভাপতি নেছারউদ্দীন আহমেদ। এ সময় আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান।

শফিকুর রহমান বলেন, এই বাংলার খুনিরা ১৯৭৫ সালের ১৫ আগস্টকে কেন বেছে নিয়েছিল তা আমাদের চিন্তা বরে দেখা উচিত। এই দিন হলো ভারতের স্বাধীনতা দিবস। ভারতকে শিক্ষা দিতে পারায় এই দিন বেছে নেওয়া হয়।

তিনি বলেন, এছাড়া পুরো আগস্টকেই খুনের মাস হিসেবে বেছে নেয় তারা। ২০০৪ সালের ২১ আগস্ট যার প্রমাণ।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।