ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা ইনস্টিটিউট করার দাবি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা ইনস্টিটিউট করার দাবি ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে উচ্চতর গবেষণার জন্য একটি ইনস্টিটিউট গঠনের দাবি জানিয়েছে ছাত্র কল্যাণ পরিষদ।

শনিবার (২২ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে অলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।



এতে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান, বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিল্লাল আহমেদ প্রমুখ। সঞ্চালনা করেন আলম তালুকদার।

এ সময় বক্তারা বলেন, বাঙালিরা বঞ্চিত হচ্ছে তা বুঝে বঙ্গবন্ধু ১৯৪৭ সালের পর থেকে স্বাধীনতার পথে এগিয়ে যান। বাঙালিদের অধিকার বিষয়ে সচেতন করেন সবাইকে। তার ত্যাগেই বাংলাদেশ। এ মহান নেতার অবদান সম্পর্কে গবেষণা হওয়া দরকার।

আর এ জন্য একটি ইনিস্টিটিউট গঠনের দাবি জানান বক্তারা। এ লক্ষে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।