ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

দেশে অস্থিরতা চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
দেশে অস্থিরতা চলছে গোলাম মোস্তফা ভুইয়া

ঢাকা: ‘বর্তমানে দেশে আইনের শাসন ও গণতন্ত্র নেই। যার ফলশ্রুতিতে সমগ্র দেশে এক ধরনের অস্থিরতা চলছে।

স্বাধীনতার ৪৪ বছরেও দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্র  প্রতিষ্ঠিত হয়নি। ’
 
শনিবার (২২ আগস্ট) নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।
 
রাজনীতিক ও সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ন্যাপ এ আলোচনা সভার আয়োজন করে।
 
স্বেচ্ছাসেবক ন্যাপ সদস্য সচিব আবদুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ প্রেসিডিয়াম সদস্য সুব্রত বারুরী, নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু, সেচ্ছাসেবক ন্যাপ যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান পলাশ, আবদুল্লাহ আল কাউছার প্রমুখ।
 
এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, রাজনীতিক জীবনে শফিকুল গানি স্বপন জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। তিনি জীবনের শেষ মুহূর্তে জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তির বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র প্রতিরোধের চেষ্টা করেছেন।
 
তিনি বলেন, জননেতা শফিকুল গাণি স্বপন জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। তিনি জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি প্রতিষ্ঠায় স্পষ্টভাষায় কথা বলেছেন। বাংলাদেশে যখন জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র চলছে, তখন শফিকুল গাণি স্বপনের প্রদর্শিত পথে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই।
 
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এজেড/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।