ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু কৃষিবান্ধব ছিলেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
বঙ্গবন্ধু কৃষিবান্ধব ছিলেন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বঙ্গবন্ধু নিম্নবিত্তদের উন্নয়নে কাজ করতেন। তিনি কৃষিবান্ধব ছিলেন।



ফলে বঙ্গবন্ধু কৃষিঋণ মওকুফ, বিনামূল্যে কৃষিপণ্য, কীটনাশক ও সহজ শর্তে ঋণ প্রদান এবং জেলেদের জন্য ‘জাল যার জল তার’ আইন প্রণয়ন করেন।
 
শনিবার (২২ আগস্ট) বেলা ১২টায় জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে জেলেদের নিবন্ধন ও পৃথক পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু ছাত্র জীবনে অসহায় সহপাঠীদের নিজের গায়ের জামা, ছাতা ও বই-পুস্তক দিয়ে দিতেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে বাবার ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে বাংলাদেশ কৃষি ও মৎস্য খাতে উন্নতির স্বাক্ষর রেখেছে।

মৎস্য অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আকবর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) আনোয়ার হোসেন খান, জেলা মৎস্য কর্মকর্তা মনির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিক জাহেদী রবিন, নাংলা ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. রাজ্জাক সুজা ও মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ফজলুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।