ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘ভুল রাজনীতিতে ছিন্নভিন্ন বিএনপি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
‘ভুল রাজনীতিতে ছিন্নভিন্ন বিএনপি’ ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খালেদা জিয়ার ভুল রাজনীতির কারণেই বিএনপি আজ ছিন্নভিন্ন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার (২২ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর নাট্যমঞ্চে মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।



এসময় তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের প্রসঙ্গ টেনে বলেন, একটি বিদেশি রাষ্ট্র তাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করে না শুধু ১৫ আগস্টের প্রতি সম্মান জানাতে। কিন্তু খালেদা জিয়া জন্মদিনের নামে জাতীয় শোক দিবসে কেক কাটেন।

বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ১৫ আগস্টের হত্যাকারীদের বিচার সম্পন্ন হয়েছে। পলাতক আসামিদের দেশে ফেরত এনে রায় কার্যকর করা হবে।

শুধু হত্যাকারী নয়, এ হত্যকাণ্ডের পিছনের ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানান তিনি।

এসময় মন্ত্রী ২০০৪ সালে সংঘটিত গ্রেনেড হামলা রাষ্ট্রীয় মদদে হয়েছিলো উল্লেখ করে বলেন, ওইদিন শেখ হাসিনাকে হত্যা করতে পারলে হয়তো ২১ আগস্ট তারেক জিয়ার জন্মদিন পালন করতো।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়জিদ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাব্বির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রমুখ।

স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, বিশেষ আলোচক ছিলেন সাধারণ সম্পাদক জাকির হোসেন।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এইচআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।