ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বরমীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
বরমীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

গাজীপুর: জেলার শ্রীপুর উপজেলার বরমী বাজারে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছেন মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল হাসান জিকুকে (২৭)।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীপুর উপজেলার বরমী বাজারে এক কাপড়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন জিকুর শারীরিক অবস্থার অবনতি হলে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, শ্রীপুর থেকে জাকিরুল ইসলাম জিকু বরমী বাজারে আসেন। কাপড়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন সন্ত্রাসী আচমকা এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। তৎক্ষণিকভাবে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, সুমন নামে এক ছেলেকে ভ্রাম্যমাণ আদালত সাজা দেন। ওই ঘটনার নেপথ্যে জিকুর হাত ছিলো সন্দেহে সুমন এ ঘটনা ঘটিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।