ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

নীলফামারীতে যুব মহিলা লীগের শোক দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
নীলফামারীতে যুব মহিলা লীগের শোক দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারীতে শোকসভা ও গণসঙ্গীত কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব মহিলা লীগ জেলা শাখা।
 
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় জেলা শহরের শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. মমতাজুল হক।



যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা লাভলীর সভাপতিত্বে শোকসভায় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলিম উদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগ সভাপতি সাহিদ মাহমুদ, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান প্রমুখ বক্তব্য দেন।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া শোকসভা শেষ হয় কবিতা আবৃত্তি ও গণসঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে।

আওয়ামী লীগ ছাড়া এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৬৫১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।