ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

যুবলীগ নেতা খুনের প্রতিবাদে কালিয়াকৈরে অর্ধদিবস হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
যুবলীগ নেতা খুনের প্রতিবাদে কালিয়াকৈরে অর্ধদিবস হরতাল

গাজীপুর: যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে  কালিয়াকৈরে স্থানীয় আওয়ামী লীগের ডাকা অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। রোববার সকাল পর্যন্ত এ ঘটনায় এক আওয়ামী লীগ নেতা সহ মোট ৩জনকে আটক করেছে পুলিশ।



আটকৃতরা হলেন,কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. হোসেন আলী, সুজন মিয়া ও মো. সোহেল।

হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে বেলা ১২ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয় কালিয়াকৈরে।   হরতাল চলাকালে কর্মীদের রাস্তায় পিকেটিং করতে দেখা যায়। উপজেলার আঞ্চলিক সড়কগুলোতে রিক্সা, টেম্পু ছাড়া অন্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। কালিয়াকৈর বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যায়নি। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে প্রায় সব ধরনের যানবাহনই চলাচল করছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার থবর পাওয়া যায়নি।

শুক্রবার বিকালে উপজেলার চন্দ্রায় বঙ্গবন্ধুর ৪০তম শাহাদৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আয়োজিত আলোচনা সভা চলাকালে দুর্বৃত্তদের হামলায় নিহত হন যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম। এর প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ রোববার অর্ধ দিবস হরতাল আহ্বান করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ‘হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে।   ৩ জন গ্রেফতার হয়েছে। বাকিদের  গ্রেপ্তার করতে পুলিশি  অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, আগস্ট ২৩,২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।