ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কারাগারে ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ নিশাতকে (৩৬) কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।



এম এ নিশাতের আইনজীবী সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী বাংলানিউজকে জানান, নিশাতের বিরুদ্ধে ২০১৪ সালের গাড়ি ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। সকালে এ মামলায় আত্মসমর্পণ করে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন নিশাত। বিচারক এসময় জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।